আজ ১৪/৫/২১তারিখ রোজ শুক্রবার পালিত হয়েছে মুসলমানদের অন্য তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর।দীর্ঘো একটি মাস রোজা ব্রত পালন করে আজ খুশির বারতা নিয়ে মুসলমানদের ঘরে, ঘরে ফিরে এসেছে ঈদুল ফিতর। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণে প্রতিদিন হাজার, হাজার মানুষ আক্রন্ত হয়ে মরে যাচ্ছে। তার ভিতরে আজ পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর সারা বাংলাদেশ সহ খুলনার কয়রা উপজেলায়। কয়রায় প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় ৫/৬নংকয়রা আল,কদর জামে মসজিদে এ-ই ঈদের নামাজে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন। এই নামাজে অংশ গ্রহণ করেন কয়রার বিভিন্ন এলাকার সাধারণ মুসল্লী ও এলাকার চেয়ারম্যান, মেম্বার ছাড়া ও উপস্থিত ছিলেন সুশিল সমাজের লোক জন, সাংবাদিক সহ অত্র এলাকার গণ্য মাণ্য বেক্তিরা। এদিকে সারা বাংলাদেশের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনাভাইরাস সংক্রমণ রুধে সবাই সমাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি, জরুরি কাজে বাহিরে গিলে মাক্স ব্যাবহার করি।
Leave a Reply