খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশিতে টিউবওয়েল ও ঘর পাইয়ে দিবে বলে টাকা নিয়ে টালবাহানা করায় স্থানীয় আকবার আলী সানা নামের এক প্রতারক গণধোলাইয়ের শিকার হয়েছে। গত বুধবার পবিত্র ঈদুল আযাহার নামাজ আদায় শেষে দক্ষিণ বেদকাশি ঈদগাহ ময়দানের পাশে গরু কোরবানির সময় পাওনাদারদের সাথে কথাকাটাকাটির সময় আকবার আলী পাওনাদার শরিফুল গাইন, শাহ আলম গাইন,আবুল গাইন,হাশেম গাইন ও লতিফ মোল্লার ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে সেখানে আকবার আলী গণধোলাইয়ের মুখে পড়ে। ভুক্তভোগি আবুল গাই, লতিফ মোল্লা শরিফুল গাইন বলেন দু বছর আগে ঘর ও টিউবওয়ের দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আকবার আলী তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিল। এভাবে সে অনেক লোকের কাছে থেকে বহু টাকা পয়সা নিয়েছে। কিন্তু ঘর ও টিউবওয়েল দিতে পারিনি। ঈদুল আযহার দিন নামাজ শেষে ভুক্তভোগিরা পাওনা টাকা ফেরত চাইলে প্রতারক আকবার আলী টাকা ফেরত দিতে অস্বীকার করে উল্টো তাদের ওপর চড়াও হয়ে গালিগালাজ করে। এব্যাপারে ভুক্তভোগি শরিফুল গাইন প্রতারকর আকবার আলী সানার শাস্তি দাবি করে থানায় লিখিত অভিযোগ করছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply