কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোস্তফা শফিকুল ইসলাম করোনায় আকান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়।
তিনি ইতিপর্বে ১ম ও ২য় দফায় কয়রা উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা গ্রহন করেছেন। জানা গেছে সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম ঢাকায় যাওয়ার পুর্বে গত ১৪ জুলাই কয়রা সরকারি হাসপাতাল থেকে করোনার পরীক্ষা করান। পরীক্ষায় তার করোনায় পজেটিভ ধরা পড়ে। সেখান থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম বলেন, গত ১০ মার্চ করোনার প্রথম ড্রোস ও ৯ মে করোনার দ্বিতীয় ড্রোস টিকা গ্রহন করি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, টিকা নেওয়ার পরেও মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। তবে এ বিষয়ে চিন্তার কোন কারন নেই। এদিকে সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলামের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply