কয়রা সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারী সদস্য বৃদ্ধিকরনে লক্ষ্যে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২নং কয়রা মহিলা ও শিশু সংগঠনের উদ্যোগে ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে ও নওয়াবেকি গনমুখী ফাউন্ডশনের পিএআর প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ এ্যাডভোকেসি সভা আয়োজন করা হয়।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সরদার লুৎফর রহমান, হরেন্দ্রনাথ সরকার, বিল্লাল হোসেন,আবু হুরাইরা খোকন, আবুল কালাম, সোহরাব হোসেন, নাজমুচ্ছাদাত, মুশিদা খাতুন, সেলিনা আক্তার, ক্রিশ্চিয়ান এইডের মোঃ নুরুল হক, ইলিয়াস রহমান, রিয়াজ রহমান, মহিলা ও শিশু সংগঠনের মুর্শিদা খাতুন প্রমুখ। সভায় দুর্যোগ বিষয়ে নারীদের সচেতনতা করা,নেতৃত্বে নিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করা, তাদের মতামতের বিষয় গুরুত্ব দেওয়া, প্রশিক্ষনের মাধ্যেম দক্ষতা বৃদ্ধি করা, ক্ষমতায়ন বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষযে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply