আজ দুপুর ১২টার দিকে কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৬নংকয়রা গ্রামে অর্জন মন্ডলের ছেলে ধনান জয় জ্বর ও শাসকষ্টে মারা গিয়েছে।
তার পরিবার সূত্রে জানা গিয়েছে গত ৭/৮ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছিল আজ দুপুর ১২ টার সময় হঠাৎ করে শাসকষ্ট শুরু হয় তাতক্ষণিক ভাবে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল অক্সিজেন প্রথম টা শেষ হয়ে গেলে পারে আবার অক্সিজেন দেয়ার আগে মারা যায়।এদিকে ধনান জয়ের বয়স ৩২ বছর ও বিবাহিত ২ মাসের একটি ছেলে সন্তান আছে। তবে স্থানীয়রা ধারণা করছে করোনা পজিটিভে হয়ে মারা গেছে ধনান জয়। শোক সন্তাপতো পরিবারের মাঝে গভীর সমবেদনা জানিয়ে ছেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী।
Leave a Reply