গত বছর ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যায় দক্ষিণ খুলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের গোবরা, ২নংকয়রা গ্রামের বেড়িবাঁধ ভেঙে যায়। ঐসব এলাকায় ভিতরের কাচাঁ ও ইটের সলিং রাস্তা গুলি লবণ পানির স্রোতে ভেঙে গিয়েছে এতে সাধারণ মানুষের চলা ফেরা অনেক টাই অন উপোযুগি হয়ে উঠচ্ছে। সুধু মানুষ চলাচলের জন্য নয় কিন্তু কোনো প্রকারের জান বহন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। এই এলাকা নয় কয়রা উপজেলার ৬নং উত্তর বেদ কাশী ইউনিয়নের দিঘিরপাড় হয়তে কাশির হাটখোলা বাজার পর্যন্ত প্রায় ৩কিলোমিটার রাস্তা বল্লে চলে মটেও নেই এবং এই রাস্তা টির মাঝের দিকে একেবারে ভেঙে গিয়েছে। ঐসব এলাকার সাধারণ মানুষের দাবি দূত রাস্তাটা পনোরয় নির্মান করে এলাকার জন সাধারণের দূর্ভোগ কমানো হোক।
Leave a Reply