আজ ঈদের দ্বিতীয় দিন খুলনার কয়রা উপজেলা, কয়রা সদর ইউনিয়ন ৫/৬ নং কয়রা গ্রামের কোল ঘেষে গোড়ে ওঠা শাকবাড়িয়া নদীর ওপরে সুন্দরবন কেওড়াকাটা পর্যটন কেন্দ্রে পর্যটক দের ঢল নামতে দেখা গেছে।
গত দুই বছর করোনা মহামারী সংক্রমণের কারণে খোলা মাঠে ঈদের নামাজ নিষিদ্ধ ছিলো। কিন্তু এই বছর করোনা মহামারী সংক্রমণের লক ডাউন সীতল থাকায় ভ্রমণ পিপাসু মানুষ দের মন কেড়েছে সুন্দরবন। এমন তথ্য পাওয়া গেছে আজ কিছু পর্যটক দের কাছে থেকে।
কেওড়াকাটা পর্যটন কেন্দ্র ছাড়া সুন্দরবনে অবস্থিত আছে অর্ধশতাধিক পর্যটন কেন্দ্র। এদিকে সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ায় দর্শনার্থীরা বেশি সুন্দরবন ভ্রমণ করছে বলে পর্যটন এলাকার সচেতন মহল দাবী করছে।
পর্যটকরা বলছে, জলদস্যু মুক্ত সুন্দরবন ও মনোরম পরিবেশে নৌকা বা ইঞ্জিন চালিত বোটে সাথে করে ছন্দে ভ্রমণ করা যাচ্ছে। দর্শনার্থীরা বলেন, এতে আমরা খুবি আনান্দিত।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply