কয়রায় ঈদের দিনে কিশোর গ্যাংদের হামলায় রায়নুল হক প্রিন্স নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে।
সে উপজেলার আমাদী গ্রামের ইউনুছ সরদারের পুত্র। এ ঘটনায় কয়রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, গত ৩ মে ঈদের দিন বিকালে স্কুল ছাত্র রায়নুল ইসলাম প্রিন্স চাঁদআলী ব্রিজে ঘুরতে যায়। এ সময় আমাদী এলাকার কিশোর গ্যাং নামে পরিচিত বাপ্পা, দ্বীপ, নাহিদ সহ ৫/৬ জন কিশোর কথা কাটাকাটির এক পর্যায় রায়নুল ইসলাম প্রিন্সকে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে।
এ ছাড়া তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি স্মার্ট ফোন ভেঙ্গে নষ্ট করে দেয়। তার চিৎকার শুনে তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় প্রিন্সের পিতা ইউনুছ সরদার বাদী হয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী বলেন, অভিযোগের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply