অভিযান শুরু হয় আজ সকাল সাড়ে দশটার সময় কয়রা মধুর মোড় থেকে এটি কয়রা বাজারের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে আবার মধুর মোড়ে যেয়ে শেষ হয়। উক্ত অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এসময় তার সাথে ছিলেন এস আই আসাদুজ্জামান ও আনসার বাহিনীর সদস্য আতিউল্লা খমিনি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জুলফিকার সহ নির্বাহী অফিসারের সাথে থাকা অন্যান্য ব্যাক্তিরা। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ কয়রা বাজার কমিটির সভাপতিরকে বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। কাচাঁ মালের দোকান বিকাল ৫ পর্যন্ত খোলা থাকবে এছাড়া ঔষধের ফার্মেসি রাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। জরুরী প্রয়োজনে ঘরের বাহীরে গেলে মাস্ক ব্যাবহার করতে হবে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনা জেলার প্রত্যেকটি থানায় তিন দিন ব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা মূলক মাইকিং শুরু হয়েছে আজ থেকে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে আতংক নয় চাই সচেতনতা। তাহলে সুস্থ থাকবো আমি, আমার পরিবার ও দেশ, আপনি সচেতন থাকুন অন্যকে সচেতন করুণ।
Leave a Reply