সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

কয়রায় কঠোর বিধিনিষেধ সিথিল হওয়ায় বেড়েছে যানবাহন চলাচল ও খুলছে দোকানপাট। 

মোঃ রউফ, কয়রা উপজেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪২১ বার পঠিত
আজ কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার ২দিন কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে বেড়েছে যানবাহন চলাচল ও কয়রার বিভিন্ন বাজারের দোকান পাট  মুটামুটি খুলতে দেখে গেছে।
তবে কয়রা বাজারের কয়েক জন ব্যাবসায়ির কাছে জানতে চাইলে তারা বলেন গত বিগত দিন গুলোতে কঠোর বিধিনিষেধ ও লক ডাউন থাকায় ও কয়রার বেশির ভাগ মানুষ  দরিদ্র জনগুষ্টি বসবাস করে। তার মধ্যে আবার এই এলাকার সাধারণ মানুষ সুন্দরবনের উপর নির্ভর কিন্তু সুন্দরবন বন্ধ থাকায় অত্র এলাকার মানুষের ইনকাম না থাকায় আমদের ও বেচাকেনা কম হচ্ছে।এদিকে চোখে পড়ার মত চলছে ইজিবাইক, ভ্যান মোটর সাইকেল। মাঝে মধ্যে টহল দিচ্ছে কয়রা উপজেলা প্রশাসন। কয়রা উপজেলা মেইন বাজারে ঘুরে দেখা যায় বেশির ভাগ সাধারণ মানুষ ক্রেতা ও বিক্রিতা দের মাঝে সচেতনায় মাক্স পরা অবস্থায় চলাফেরা করছে। দিনের সুরুর দিকে বেশ যানবাহন চলাচল করতে দেখা গেছে, বেলা বাড়া সাথে সাথে জান চলাছল কমে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one − 1 =

এ জাতীয় আরো খবর..