গত জুন মাসের শুরু থেকে আগষ্টের শেষ পর্যন্ত বন্ধ থাকবে সুন্দরবনের সকল ধরনের পাশ পারমিট -বন অধিদপ্তর।
গত রাতে স্থানীয় গোপন তথ্যের বিনিময়ে খুলনার কয়রা উপজেলা কয়রা সদর ইউনিয়নের ৫/৬নংকয়রা পিচের রাস্তার মাথায় বিষেশ অভিযান চালায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আওতাধিন কাশীরাবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবং সেখান থেকে যব্দ করা হয় দুটি নৌকা। এ বিষয়ে কাশীরাবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা জনাব আক্তারুজ্জামান বলেন নৌকা দুটো যখন আমাদের পাশে ডাকা হয় তখন নৌকা রেখে পালিয়ে যায় জেলেরা । নৌকার কাছে গিয়ে দেখি একটি নৌকাতে প্রায় ৬০ কেজি মত কাঁকড়া আছে ,অপর নৌকাতে চিংড়ি মাছ আছে বলে স্থানীয় গোপন সুত্রে জানি আমরা, নৌকার পাশে যাওয়ার আগে জেলেরা মাছ নদীতে ফেলে দিয়ে নৌকা রেখে পালিয়ে যায়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply