মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন

কয়রায় আওয়ামী লীগে নেতা কর্মী দের উপর প্রতিপক্ষের হামলা

মোঃ রউফ কয়রা, খুলনা প্রতিনিধি। 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৩ বার পঠিত
খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান অভিযোগ করে জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় ঘড়িলাল বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আঃ সোবহান, মিজানুর রহমান মজনু, সিরাজুল হক, শিক্ষক মশিয়ার রহমান মিলনসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হন।
সন্ধ্যায় হঠাৎ করে ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়লের ভাইপোর নেতৃত্বে ২৫/৩০ জনের সংঘবদ্ধ একটি চক্র নেতাকর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়।
বিষয়টি তাৎক্ষণিক থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেনকে মোবাইল ফোনে জানানো হলে কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
 পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্রটি পিছু হটে যায়।
আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কবি শামছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় নেতা কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতবৃন্দকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 11 =

এ জাতীয় আরো খবর..