কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ‘অনুর্ধ-১৭ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৯ মে বিকাল ৩ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়েই কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে উদ্বোধন করা হয়। খেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস. দোহা (বিপিএম), উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানী, কয়রা মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক খায়রুল আলম, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, প্রধান শিক্ষক এসএম নুরুল আমিন নাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল আলম টিংকু প্রমুখ। উদ্বোধনী খেলায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ ২-০ গোলে বাগালী ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন শিক্ষক শফিকুল ইসলাম। সহকারী পরিচালক ছিলেন মোঃ শফিকুল ইসলাম ও আছাদুল ইসলাম। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপোভোগ করেন।
Leave a Reply