কয়রায় অনুভূতি টিভি র পক্ষ থেকে ঈদ উপহার।
আজ কয়রায় অনুভূতি টিভি দর্শক পরিবারের দরিদ্র সদস্যদের মাঝে ঈদ উপহার দেয়া হয়। ৬নং কয়রা মনোরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টার সময় অনুভূতি টিভির পক্ষ থেকে অনুভূতি টিভি দর্শক পরিবারের ৩৫জন দরিদ্র সদস্যদের মাঝে ঈদ উপহার দেয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথ হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এইচ এম হুমায়ুন কবির, চেয়ারম্যান, কয়রা সদর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক কয়রা উপজেলা প্রেসক্লাব। বিশেষ অতিথী ছিলেন জনাব মোঃ টিপু সুলতান, ইনচার্জ, কাশীরাবাদ পুলিশ ফাঁড়ি। বিশেষ অতিথী হিসাবে আরো উপস্থিত ছিলেন, মোঃ দাউদ রৌশানি ক্যাবল অপারেটর, কয়রা উপজেলা। পরিচালনায় ছিলেন, মোঃ রউফ, প্রতিনিধি কয়রা উপজেলা, অনুভূতি টিভি। এছাড়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোল্লা মোঃ শাহবুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক। প্রধান অতিথীর বক্তব্যে বলেন, অনুভূতি টিভি সামনের দিকে এগিয়ে যাক আমি এই দোয়া করি, এবং অনুভূতি টিভি একটি কল্যাণ মুখি ও সমাজের আসল চিত্র তুলে ধরুক এটাই আশা করি।
Leave a Reply