খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের হাজত খালি গ্রামের কার্তিক মন্ডল তার ৫ সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে গত দুই বছর যাবত বেড়িবাঁধের উপর ঝুড়ি বেধে বসবাস করছে ।
দুই বছর পার হয়ে গেলেও বসত ভিটায় ফিরতে পারিনি এখনো। বুধবার বিকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখাযায় হাজতখালি গ্রামে।এবিষয়ে কার্তিকের সাথে আলাপ কালে তিনি বলেন ঘূর্ণিঝড় আম্পানে কয়েক কাটা জমির বসতভিটা দেয়ান খালি খালে বিলিন হয়ে গেছে। ৫ সন্তান স্ত্রীর ও বৃদ্ধ বাবা মা’কে নিয়ে বেড়িবাঁধ ওপর মানবেতর জীবনযাপন করছি।
কার্তিক আরো বলেন, আইলায় আমার ঘর ভাসিয়ে নিলেও ফসলি জমি নিতি পারিনি। সেখানেই ঘর তুলে বাসবাস করতাম। কিন্তু ২০২০ সালের আম্পানে আমার পূণে দুই বিঘা জমির দেড় বিঘা ও ৬ টি ঘর দেয়ানখালি খালের গর্ভে চলে গেছে।দেয়ানখালি খাল আমাকে নিঃস্ব করে ছেড়েছে।তারপর থেকে ঝড়,বৃষ্টি ও রোদের সাথে যুদ্ধ করে বেড়িবাঁধে বাস করছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply