মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন

কেশবপুরে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

 উজ্জল অধিকারী, কেশবপুর উপজেলা প্রতিনিধি,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বার পঠিত
 কেশবপুরের পল্লী থেকে মটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্ৰামের ঢেপার মাঠে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনা স্থান থেকে গলায় ক্ষত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি কেশবপুর পৌরসভার সাবদিয়া এলাকার মজিদ মোড়লের পুত্র মোঃ রাসেল(২৬)। তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলো। কে বা কারা রাসেল কে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে। তার মোটরসাইকেল গোপসানা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। অপরাধিদের আটকের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + ten =

এ জাতীয় আরো খবর..