কঠোর লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার (০১ জুলাই) থেকেই প্রতিদিনই টহলে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী।
যার ফলে জনশূন্য হয়ে পড়েছে কেশবপুর পৌর শহরের সড়কগুলো। বের হয়নি উৎসুক জনতাও। তবে চিকিৎসা ও জরুরী প্রয়োজনে বের হয়েছেন অনেকে। মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়েও লোকজন বের হন। সড়কে ভ্যান ইজিবাইক তো দেখা যাচ্ছে না, যদিও কয়েকটি দেখা গেছে । তবে তারা যাত্রী না পেয়ে হতাশ। কেশবপুর পৌরসভার জননন্দিত পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম অনুভূতি টিভির প্রতিনিধি কে বলেন, কেশবপুরের রাস্তায় বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, ও পুলিশের সমন্বয়ে তৎপর রয়েছে যৌথ বাহিনী।তারা পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে টহল দিচ্ছেন ও কার্যকর দায়িত্ব পালন করেছেন। ভ্যান চালক হাফিজুর রহমান বলেন, সকালে ১০ টাকা ভাড়ায় একজন যাত্রী নিয়ে হাসপাতাল থেকে গাজীরমোড় যাই। কিন্তু ফিরতে হয়েছে খালি ভ্যান নিয়ে। আরেক ভ্যান চালক মোঃ আজিড হোসেন বলেন, লকডাউনের মধ্যে এখন ভ্যান চালাতে পুলিশ তো বাধা দিচ্ছে তারপরেও যাত্রী পাওয়া যাচ্ছে না। লকডাউনে প্রশাসন শক্ত হওয়ার কারণে মানুষ বের হচ্ছে না। তাই যাত্রী না থাকায় ভ্যান নিয়ে শুধু শুধু ঘুরতে হচ্ছে।
Leave a Reply