কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার আড়ুয়া গ্রামে। সে ওই গ্রামের লাভলু সরদারের ছেলে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়া গ্রামের লাভলু সরদারের ছেলে অন্তু সরদার (১ বছর ৬ মাস) সোমবার দুপুরে খেলতে খেলতে বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অন্তু সরদারকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, শিশু অন্তু সরদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
Leave a Reply