মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

কেশবপুরে খাদ্য সহায়তা পেল পৌর এলাকার দুই হাজার দুইশত পরিবার।

উজ্জ্বল অধিকারী, কেশবপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৯২ বার পঠিত

কেশবপুর পৌর এলাকার ২ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

পৌরসভার উদ্যোগে শনিবার সকালে পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া মোটরশ্রমিক, ভ্যানশ্রমিক, ইজিবাইক চালক ও চায়ের দোকানদারদের মাঝে ওই খাদ্য সহায়তা প্রদান করেন। পৌরভবন চত্বরে ওই খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, পৌর সচিব মোশাররফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল ও আধা কেজি লবণ দেওয়া হয়। এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনাকালে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত চাল এবং নগদ অর্থে ক্রয়কৃত খাদ্যসামগ্রী পৌর এলাকার কর্মহীন ২ হাজার ২০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − two =

এ জাতীয় আরো খবর..