শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

কেশবপুরের পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীনের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

উজ্জল অধিকারী, কেশবপুর উপজেলা প্রতিনিধি;
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ ৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সাজ্জাত আলীর সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি সিদ্ধার্ত বসু, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক এনামূল কবির বুলু প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, পাঁজিয়া ইউনিয়নের সমাজসেবক আওয়ামী লীগনেতা জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়নের সমাজসেবক, আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, খেলাঘর আসরের আব্দুল মজিদ, মনোজ খেলাঘরের নাজমুল হোসেন, সাংবাদিক তুহিন হোসেন, নার্গিস পারভীন, রনি হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 7 =

এ জাতীয় আরো খবর..