“সেভ লাইফ” ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ চলমান রয়েছে। কুষ্টিয়া “সেভ লাইফ” ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন শহরের প্রাণকেন্দ্র এন.এস রোড থানার মোড়ে ঘুরে ঘুরে অসহায় ও পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করা হচ্ছে। কুষ্টিয়া “সেভ লাইফ” ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন নজু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার গৌরব চাকীর উপস্থিতিতে ইফতার বিতরণ করা হয়। শনিবার ইফতার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন তুহিন কান্তি চাকী, মোকাদ্দেস হোসেন, সঞ্জয় আগরওয়ালা, রাজীব সাহা, রফিকুল, রিংকু কর্মকার, নুরুজ্জামান বিশ্বাস, কৌশিক পাল, শাওন, মিলন, গৌরাঙ্গ দে, এমাদ, পরিতোষ, অমিত, সীমান্ত, কৌশিক, অভি, উত্তম কর্মকার, মোজাফফর প্রমূখ। কুষ্টিয়া “সেভ লাইফ” ফাউন্ডেশনের সক্রিয় সদস্যরা জানান, করোনা মহামারীর কারণে অসহায় কর্মহীন দরিদ্র মানুষদের জন্য এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের সকলের উচিত এই সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
Leave a Reply