করোনাকালীন দুর্যোগ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ায় “সেভ লাইফ” ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া “সেভ লাইফ” ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন নজু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার গৌরব চাকীর উপস্থিতিতে, ২২ এপ্রিল বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এন.এস রোডে শতাধিক নিম্নবিত্ত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণে কুষ্টিয়া “সেভ লাইফ” ফাউন্ডেশন পক্ষে এ সময় আরো উপস্থিত ছিলেন মোকাদ্দেস হোসেন, সঞ্জয় আগরওয়ালা, রাজীব সাহা, রফিকুল, রিংকু কর্মকার, কৌশিক পাল, শাওন, মিলন, আনিস, ইমন, এমাদ, পরিতোষ, অমিত, সীমান্ত, কৌশিক, স্বপ্ন, উত্তম কর্মকার, মোজাফফর প্রমূখ। উল্লেখ্য, ‘মহামারী করোনার আগ্রাসনের ফলে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও নিম্নবিত্ত মানুষেরা বিপাকে পড়েছেন। কুষ্টিয়া “সেভ লাইফ” ফাউন্ডেশন ইফতার বিতরণ করে নিম্নবিত্ত মানুষের পাঁশে দাঁড়াতে পেরে আনন্দিত এবং পবিত্র মাহে রমজান চলাকালীন তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
Leave a Reply