কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ, ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসহ দিনব্যাপী কর্মসুচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হচ্ছে। রবিবার সকাল ৮টায় প্রথমে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু ভাষ্কর্যে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুর্যালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি সদর উদ্দিন খানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন।
Leave a Reply