করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপকালীন সময়ে কুষ্টিয়া পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল ২০২১ তারিখ বুধবার কুষ্টিয়া জেলা শহরের শেখ কামাল স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে ১৩৩টি কর্মহীন পরিবারের মাঝে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ” করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে চলমান বিধি-নিষেধ আরোপকালীন সময়ে কুষ্টিয়ায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে অত্যন্ত স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই সাপেক্ষে বেদে, হিজড়া, হরিজনসহ ১৩৩টি দুঃস্থ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া হয়।” উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলায় কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানাগেছে।
Leave a Reply