নুপুর কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এতদঅঞ্চলসহ বাংলাদেশের প্রখ্যাত গুনি নাট্য সংগঠক, শিল্পী জিন্না হক এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ায় আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো তথ্য ও বিনোদন মূলক আইপি টেলিভিশন “অনুভূতি টিভি”।
২৭ ফেব্রুয়ারী ২০২১ খ্রি. শনিবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। তিনি বলেন, জিন্না হক তাঁর সৃষ্টি কর্মের মধ্যদিয়ে আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ। নুপুর কুষ্টিয়ার উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক এ্যাডঃ লালিম হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (খুলনা বিভাগ) কর্মপরিষদ সদস্য স্বপন মাহমুদ, লেখক ও গবেষক ড. আমানুর আমান, প্রয়াত জিন্না হক এর জামাই এম এ আব্দুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সভাপতি খোকন সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সহ-সভাপতি জাফর উদ্দিন আহমেদ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন নুপুর কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল। আলোচনা সভা শেষে জিন্না হক’র নাটক “সোনা বিবির শাড়ী” পরিবেশিত হয়। এতে অভিনয় করেন শিল্পী লক্ষী রানী সাহা, তৌফিক ডলার, আসলাম হোসেন, রাশেদুল রিজভী, সোহানা, নাজমুস সাকিব সোহাগ, মাজেদুল ইসলাম, শরমীন ইভা, মুক্তি, পত্র, ঈদুল খান প্রমুখ। মিউজিকে ছিলেন আলো, আপন শাহ, ছালাম, মেহেদী, পুষ্পিাতা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পী তসলিমা ও তৌফিক ডলার। সকলকে ধন্যবাদ জানিয়েছেন নুপুর কুষ্টিয়ার সভাপতি নূরী হক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার, তথ্য ও বিনোদন মূলক আইপি টেলিভিশন অনুভূতি টিভি’র পক্ষে উপস্থিত ছিলেন ‘ সিইও আবুল কালাম আজাদ, অনুষ্ঠান সহকারী, সিঙ্গার নয়ন ও কুষ্টিয়া জেলা প্রতিনিধি সুজন কুমার কর্মকার। এ সময় সুন্দরম ললিতকলা একাডেমি কুষ্টিয়ার পরিচালক শিল্পী কনক চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি কবি শ্যামলী ইসলাম, মহিলা সম্পাদক শিক্ষক দিলশাদ বেগম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply