সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় কুমারখালীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্নহত্যা।

রফিকুজ্জামান সিজার কুমারখালী,কুষ্টিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৩০ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কেটে মনিরা (২১) নামে এক গৃহবধুর আত্নহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্নহত্যা করে। নিহত গৃহবধু উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে। নিহত গৃহবধূর বাবা সিদ্দিক মন্ডল জানান, বাটিকামারা তরুন মোড়ের মনির হোসেনের ছেলে জনির সাথে তার মেয়ের ৩ বছর পূর্বে বিয়ে হয়েছিল। মাদকাসক্ত জামাই বিয়ের পর থেকেই তার মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছে । গত ২৮ জুন নির্যাতন সইতে না পেরে মনিরা হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আজ সকালে কাউকে না জানিয়ে হাসপাতালের অদূরে স্টেশনের নিকটবর্তী স্থান থেকে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করে। তিনি আরো বলেন তার মেয়ের একটি শিশু সন্তান রয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনে কেটে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ পোস্ট মর্টেমের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 7 =

এ জাতীয় আরো খবর..