মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় কুমারখালিতে বৃষ্টির আশায় মাঠে বিশেষ নামাজ আদায়

রফিকুজ্জামান সিজার, কুমারখালি, কুষ্টিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৬৭৬ বার পঠিত

প্রচন্ড খরতাপে পুড়ছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টির না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। তাই অনাবৃষ্টি ও অতি খরা থেকে বাঁচতে এক ফোঁটা বৃষ্টির আশায় কেঁদেকেটে কুষ্টিয়ার কুমারখালীতে ‘ইস্তিসকার নামাজ আদায় করেছে গ্রামবাসী। বুধবার সোয়া ১০ টায় যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের খরেলার বিলে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে সাড়ে তিন শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। এই বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পরিচালনা করেন চৌরঙ্গী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জুবায়ের। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি। নামাজ শেষে ইমাম জুবায়ের বলেন, মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে গেছে। এতে আল্লাহ মানুষের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে মানুষ, জীব জন্তু ও প্রাণী পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় পড়েছে। তিনি আরো বলেন, আল্লাহ’র কাছে মাফ চেয়ে আমরা ইস্তিসকার নামাজ আদায় করে কান্নাকাটি করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twelve =

এ জাতীয় আরো খবর..