প্রতি বছরের ন্যায় এবারও ‘ফিডাক ওয়েল ফেয়ার কুষ্টিয়া’র উদ্যোগে, শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে ৮ জানুয়ারি শুক্রবার বেলা ১১ টায় কুষ্টিয়ার ৭৩/১ এন এস রোডে মানসম্মত ঔষধ বিক্রয় প্রতিষ্ঠান ‘এসেন্স ফার্মেসী এন্ড এক্সক্লুসিভ’ প্রাঙ্গনে দরিদ্র-অসহায়দের মধ্যে এ শীতবস্ত্র বম্বল বিতরণ করা হয়।
এ সময় দরিদ্র-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন, ‘ফিডাক ওয়েল ফেয়ার কুষ্টিয়া’র সভাপতি ইবির অর্থনীতি বিভাগের প্রফেসর কাজী মোস্তফা আরিফ, ফিডাক কুষ্টিয়া’র উপদেষ্টা ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক খন্দকার ইকবাল মাহমুদ, ফিডাক কুষ্টিয়ার উপদেষ্টা ও ‘এসেন্স ফার্মেসী এন্ড এক্সক্লুসিভ’র চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, ফিডাক কুষ্টিয়া’র পরিচালক নুরুল হাসান বাবলু, ইয়াছির আরাফাত, ধনঞ্জয় বসাক, মাসুম কবির, কারিবুল ইসলাম লেলিন, মাধব কুমার রায়, জয়ন্ত রায়, ‘এসেন্স ফার্মেসী’র ম্যানেজার কিশোর কুমার নন্দী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে সহযোগিতা করেন ‘ফিডাক ওয়েল ফেয়ার কুষ্টিয়া’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন।
Leave a Reply