নীলফামারীর কিশোরগঞ্জ থানার উন্নয়নের কারিগর ওসি আব্দুল আউয়ালের অক্লান্ত পরিশ্রমে থানায় নতুন গাড়ি সংযোজন করা হয়েছে। দুপুর ২ টায় থানার প্রাঙ্গণে নতুন মাইক্রোবাস সংযোজন করা হয়। থানার সুত্রে জানাযায়,কিশোরগঞ্জ থানার সাধারন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা তাৎক্ষণিক পৌছে দিতে ওসি আব্দুল আউয়ালের অক্লান্ত পরিশ্রমে নতুন গাড়ি হিসেবে সংযোজন করা হয়েছে মাইক্রোবাস। থানার এস আই সহ সকল কর্মচারীরা বলেন আমাদের স্যার ওসি আব্দুল আউয়াল সততার সাথে থানার বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন, এবং সেই সাথে সাধারন মানুষ যদি কোন রকম পুলিশের সেবা পেতে হয়রানি হতে না হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশের সেবা পায় সে জন্য থানায় একটি মাইক্রবাস সংযোজন করেন। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সাথে কথা হলে তিনি বলেন,আমি এই থানায় এসে দেখি থানাটি অগোছালো ও জর্জরিত ছিল। থানায় এরকম অবস্থা হতে পারে না। তাই আমি অক্লান্ত পরিশ্রম করে থানাকে সৌন্দর্য্য ফুটিয়ে তুলছি। সেই সাথে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে একটি গাড়ির জন্য এসপি স্যারের নিকট আবেদন করি। আমার সততা ও উন্নয়নমুলক কাজ দেখে খুশি হয়ে এবং যাতে সাধারন মানুষের কাছে তাৎক্ষণিক ভাবে পুলিশের সেবা পৌঁছাতে পারি সেজন্য একটি মাইক্রোবাস উপহার দেন।
Leave a Reply