“ বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ আগস্ট) সকাল ১২ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে হলরুমে সাংবাদিকদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, প্রতি বছর আমাদের ৩ হাজার ৩৫ মেট্রিক টন মাছ উৎপাদন করতে পারলে কিশোরগঞ্জ উপজেলায় মাছের ঘাটতি আর থাকবে না। বর্তমানে ২ হাজার ৭ শত মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। তাই আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গ্রাম গঞ্জের মানুষকে মাছের চাষ করার জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি ঘাটতি পূরণের জন্য জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ, বিল নার্সারী কার্যক্রম, পোনা মাছ চাষ, ধানক্ষেতে মাছ চাষ, গুচ্ছগ্রাম পুকুরে মাছ চাষ, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছ চাষ, খাঁচায় মাছচাষে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২৮ আগষ্ট ২০২১ ইং হতে ০৩ সেপ্টেম্বর পযর্ন্ত এ মৎস্য সপ্তাহ পালিত হবে। সপ্তাহব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শণ, পোনা অবমুক্তকরণ, মাছচাষীদের উপকরণ বিতরণ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা সফল চাষীদের পুরস্কার বিতরন।
Leave a Reply