পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ফেব্রুয়ারি ৪র্থ বারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামী রবিবার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রয়নিক ভোটিং মেশিন(ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১০টি এবং১টি অস্থায়ী ভোট কেন্দসহ্র ৪৫ টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২৮৯১ জন, এর মধ্যে পুরুষ ৬৩৩৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৬৫৫৭ জন। নির্বাচনে মেয়র পদে চার জন, কাউন্সিলর পদে ১জন মহিলাসহ ৩৭ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলদার(নৌকা প্রতীক) আওয়ামীলীগের কলাপাড়া উপজেলা সাধরন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী(জগ) মার্কায় মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। , বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হুমায়ুন কবির (ধানের শীষ), ইসলামী অন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ সেলিম মিয়া(হাতপাখা) মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন।
Leave a Reply