সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন

কলারোয়াকে হারিয়ে সেমিতে দেবহাটা।।

রেজওয়ান উল্লাহ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৮৬৯ বার পঠিত

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১’ এর প্রথম রাউন্ডের শেষ খেলায় দেবহাটা উপজেলা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

ফলে টুর্নামেন্টের শেষ দল হিসাবে সেমিফাইনালে উন্নিত হয়েছে দেবহাটা উপজেলা দল। আগামীকাল সোমবার দুপুরে প্রথম সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হবে সদর উপজেলা বনাম তালা উপজেলা দল। রবিবার(২১ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে’র দেবহাটা উপজেলা ও কলারোয়া উপজেলার মধ্যে ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের শুরুতে উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। দু’দলই আক্রমাত্মক ভাবে খেলতে থাকে। নিজেদের জানান দিতে দু’দলের খেলোয়াড়রা একাধিক বার গোল বারে শর্ট করে। কিন্তু প্রতিটা শর্টই লক্ষ্যভ্রষ্ট। তবে প্রথমার্ধের ৭ মিনিট বাকি তাকতে দেবহাটা উপজেলার ১২ নাম্বার জার্সিধারি শরিফের গোলে এগিয়ে যায়। ফলে দেবহাটা উপজেলা ১-০ কলারোয়া উপজেলা দল।শেষ সময়ে আর কোন অঘটন না ঘটায় রেফারির বাঁশিতে বিরতিতে যায় উভয় দল। দেবহাটা উপজেলা দল ১-০ গোলের স্কোর নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। খেলার ৫ মিনিটের মাথায় কলারোয়া উপজেলার ১৮ নাম্বার জার্সিধারি হাসিবুল বল নিয়ে ডি-বক্সের ভিতরে ঢুকে একটা দারুণ সুযোগ তৈরী করে গোলের। কিন্তু দেবহাটা উপজেলার ডিফেন্স তোতনের প্রচেষ্টায় সেটা ভঙ্গ হয়ে যায়। উল্টু ২য়ার্ধের ১০ মিনিটের মাথায় দেবহাটা উপজেলার গোলরক্ষকের লম্বা শর্টে ৯ নাম্বার জার্সিধারি সাব্বির মাঝ মাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় কলারোয়া উপজেলার গোলরক্ষককে একা পেয়ে গোল জালে জড়ান। ফলে দেবহাটা উপজেলা ২-০ কলারোয়া উপজেলা গোলে ব্যবধানে এগিয়ে থাকে। দেবহাটা উপজেলা দল এগিয়ে থেকে খেলায় আবারও আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। একদিকে কলারোয়া উপজেলা গোল পরিশোধে মরিয়া অন্যদিকে দেবহাটা উপজেলা গোলের স্কোর বেশি করতে ব্যস্ত।এভাবে চলতে থাকে দ্বিতীয়ার্ধের খেলা। খেলায় আর কোন গোল না হওয়ায় দেবহাটা উপজেলা দল ২-০ গোলে কলারোয়া উপজেলা দলকে হারিয়ে সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম রাউন্ডের শেষ খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন এস এম আব্দুল গফফার তার সহযোগী হিসাবে একে আজাদ কানন ও আবু অহিদ বাবলু।চতুর্থ রেফারি ছিলেন রাহুল সরকার।
ম্যাচ কমিশনার ছিলেন রফিক উল ইসলাম খান।
রবিবারের খেলায় মাঠে বসে উপভোগ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.বদরুল ইসলাম খান বদু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, বিশিষ্ট্য ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ,সাজেক্রীস অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাজেক্রীস সদস্য আ,ম আক্তারুজ্জামান মুকুল, ইকবাল করির খান বাপ্পি,ডিএফএর সদস্য আতিকুর রহমান ছট্টু, বাবর আলী, রুহল আমিন, জাহিদুর রহমান খান চৌধুরী,মাসুুুদ আলী,সাজেক্রীস সচিব শেখ মোস্তাক আহমেদ বাবলু প্রমুখ। আগামীকাল সোমবার (২২ মার্চ) বিকালে সাড়ে তিনটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১ম সেমিতে মুখোমুখি হবে শক্তিশালী সদর উপজেলা দল বনাম তালা উপজেলা দল। ২য় সেমিতে মুখোমুখি হবে শক্তিশালী দেবহাটা উপজেলা দল বনাম শ্যামনগর উপজেলা দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nine =

এ জাতীয় আরো খবর..