গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকালে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জেলা কমিটি এবং সিভিল সার্জন গাইবান্ধার যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আ.ম. আকতারুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মেহেদী ইকবাল, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. সারোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমান, সমাজসেবা অফিসার মিজানুর রহমান মল্লিক, ফ্রেন্ডশিপ গাইবান্ধার আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, জিইউকের কো-অর্ডিনেটর আফতাব হোসেনসহ অন্যান্যরা। এসময় জেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভ্যাক্সিনেশন বেশি হলে করোনার হার কমে আসবে। সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মৃত্যুর হার বেড়ে গেছে। এজন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিয়ে, ওয়াজ মাহফিল পরিহার করতে হবে। বিয়ে হলেও ১শ’ এর বেশি লোক থাকতে পারবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের নির্দেশনা মতে লঞ্চ, বাসসহ জনসমাগম এলাকায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে হবে। আইন প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। মানুষকে সচেতন করা দরকার। এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাস্ক শুধু নিজের জন্য নয়-অন্যকে পড়তে হবে। যারা ভ্যাক্সিন নেয়নি তাদেরকে ভ্যাক্সিনেশন করতে হবে। ভাইরাস নিয়ন্ত্রণে ঔষধ, ডাক্তার, মেডিকেল টিম, নার্স, অবকাঠামো অক্সিজেন আগে থেকেই রেডি রাখতে হবে। সে সাথে ইসলামিক ফাউন্ডেশনের উদ্দেশ্যে বলেন নামাজের সময় মুসুল্লিদের সচেতন করতে হলে মাস্ক বাধ্যতামূলক পড়াতে হবে।
Leave a Reply