বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আজ সারা বাংলাদেশে আক্রান্ত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ ও প্রাণহানি হয়েছে ১১২ জনের মত মানুষ। এদিকে করোনাভাইরাস সংক্রমণের শুরু তে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা, পদক্ষেপ প্রশাসনের ও জনপ্রতিনিধি দের কে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে তা বাস্তবায়ন করছে সরকার। আজ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে জানাযায় করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকে আজ পর্যন্ত ৬০৩টি নমোনা পরিক্ষা করা হয় তার মধ্যে আক্রান্ত হয়েছে৮২জন মৃত্যু বরণ করছে ৩ জন। বিষয়টি নিশিত করছে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাঃ জৌতীরময় মন্ডল।এদিকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রায় সারা বিশ্ব যখন লন্ড, ভন্ড হয়েছে ঠিক তখনি বাংলাদেশ সরকার গত ১৪/৪/২১ তারিখ হতে আবার কঠোর লক ডাউন ঘোষণা করে। তারি অংশ হিসেবে কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমিষ বিশ্বাস কয়রার বিভিন্ন বাজারে অভিযান চলায় এতে সাধারণ মানুষকে সচেতন করা ও মুখে মাক্স না থাকলে জরিমানা আদায় করছে জাতে করে জরুরীপ্রয়োজনে ঘরের বাহীরে গেলে মুখে মাক্স দিয়ে বের হয়।
Leave a Reply