কবিতা
“ সমাজ ”
জবা ওয়াসীমা লিসা
আমি থাকতে চাইনা,
এমন মানব সমাজে। যেথায় মানবে মানবে,
ঘটায় বিচ্ছেদ।
যেথায় নিভারনায় ঘুমানোর সংকাট।
যেথায় লোভ-লালসা আর,
অর্থের কারবার।
যেথায় দূভাবনায় আয়ুর ঝানঝট।
যেথায় মানুষ হয়ে মানুষরে,
করে হত্যা।
যেথায় অন্যায় খুন-স্বারাপির,
সোজা রাস্তা।
যেথায় মানব মানবের,
চায় না ভালো।
যেথায় রক্ত বলের,
অন্তরালে বিশ্ব জগৎ।
যেথায় গরীবকে করে তুচ্ছ,
ধনীরা লুটিছে পুরা বিশ্ব।
গরীবে সংশয়ে,
হাছিল করিছ জগতের রত্ন।
আমি চাইনা এমন সমাজ।
যেথায় চলছে এখনো,
মানুষ ভেদের কার্যকালাপ।
Leave a Reply