কবিতা –
“নতুন আলোয় অনুভূতি”
লিংকন দেব সূর্য
নতুন আলোর অনুভূতি তোমাকে চিঠি
আমার ভাবনার লিখালিখি,
তূর্য প্রাণের স্পন্দন স্ফুরণ মুখ তুমি
মুক্ত কলাম বয়ান বাকসো উদগীরণ লাভা,,,তুমি অনুভূতির আলো
তুমি উদ্যোগী সত্যি তুমি জাগ্রত করতে সৃজিত বাগানের কলি,,
তোমার কী নাম দিয়েছি আমি
পাবলিসিটি স্ফুলিঙ্গ চেতনা মনন বিকাশের এক অনন্য রং তুলি।।
অনুভূতি সত্যিই তুমি আপামর জনসাধারণের মনের ভাব প্রকাশের সদ্য তোলা ছবি।
অনুভূতির নতুন আলো তোমাকে, উৎসর্গ আমার ভাবনার আগুন ভাঙা কলমের কালি,,
যা দিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানের স্বল্প একটুখানি জানান দেওয়া সকলের অভিব্যক্তির অনুভূতি স্যাটেলাইট টিভি মোদের হয়ে জানান দিও অনুভূতির চিঠি।।
Leave a Reply