বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় কিশোর-কিশোরীদের আয়োজনে সাপ্তাহিক অধিবেশন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঘিয়া ইউনিয়নের গোবিন্দ মন্দি প্রাঙ্গণে করোনা কালীন পরিস্থিতিতে সুরক্ষা উপকরণ নিশ্চিত করে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৬ জুলাই শুক্রবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত শিশুরা এলাকার সমসাময়িক বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন।সমস্যা সমাধানে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ সমূহ লিখিত ভাবে সভায় তুলে ধরে আলোচনা করেন।অন্যদিকে করোনা কালীন সচেতনতা বিষয়ে সভায় উপস্থিত সকলকে অবহিত করা হয়।
এ সময় কচুয়া এপির কর্মকর্তা পলাশ রন্জন সরকার সহ ইন-প্যাক্ট ক্লাবের কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply