কচুয়া কঠোর লকডাউনের প্রথম দিনে সকল ধরনের গন-পরিবহন বন্ধ রয়েছে।তবে কচুয়া সাপ্তাহিক বাজার থাকায় লোকজনের উপস্থিতি সকাল থেকেই কিছুটা লক্ষ্য করা গেছে কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় কমছিল।কাঁচা বাজার এবং মাছের বাজারে ঘুরে দেখা গেছে অনেকেই বাজার করার জন্য সকালেই এসে উপস্থিত হয়েছে। বেলা দুটা পর বৃষ্টির কারনে লোকের উপস্থিতি কমতে শুরু করে। এদিন নিত্য প্রয়োজনীয় দোকান,ঔষধের দোকান,কাঁচা বাজার,মাছের বাজার বাদে সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।এছাড়াও উপজেলার আসপাশের এলাকার সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।ছোট-বড় সড়ক গুলোয় কিছু ব্যাটারী চালিত ভ্যান ও নিজস্ব মটর সাইকেল-সাইকেল চলাচল করতে দেখা গেছে।এদিন বাজার নিয়ন্ত্রণের জন্য সকাল থেকে বাজার কমিটির পক্ষ থেকে জনসাধারণকে নিয়ন্ত্রণের জন্য সেচ্ছাসেবীরা কাজ করছে।সার্বক্ষণিক টহলে রয়েছে পুলিশ আনসার। ১ জুলাই বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২ টার পরে কচুয়া বাজারে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে।সাথে ছিল পুলিশ ও আনসার সদস্যরাও।সেনাবাহিনীর পাশাপাশি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এদিন মাঠে দেখা গেছে।অন্যাঅন্য দিনের মতো আজো ও ৩ টার পরে বাজার আরো কঠোর নিয়ন্ত্রণে নেওয়া হবে।তবে কঠোর লকডাউন পালনে জনসাধারণের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।
Leave a Reply