শেখ হাসিনার উদ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ।
কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বিদ্যুৎ এর মেইন লাইনকে টু-টুয়েন্টি থেকে ফোর-ফোর্টিতে পরিবর্তন করা হচ্ছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক কচুয়ার সকল টু-টুয়েন্টি লাইকে ফোর-ফোর্টি তে সংযোজন করা হচ্ছে। গ্রামের সাধারন জনগন মনে করছেন,বর্তমানে যেই লাইনটি সংযোজন করে দিচ্ছেন,বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড,এখন থেকে মনে হয় গ্রামের লোড সেডিং থেকে সাধারন জনগন বাচঁতে পারবে বলে আশা করছেন। সাধারন জনগন আরও বলছেন,ধন্যবাদ জানাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দকে।
Leave a Reply