বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন

কচুয়ায় প্রবাসী নেতা মাসুম মোল্লার শুভ জম্মদিন।

মোঃহারুনুর রশিদ-কচুয়া চাঁদপুর, প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৪৬ বার পঠিত

উপজেলা পাথৈর ইউনিয়নের পদুয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পারিবার নূরুল ইসলাম মোল্লার সন্তান বাহরাইন প্রবাসী মাসুম মোল্লা ০৮/০৩/১৯৯০ ইং সালে জম্ম গ্রহন করেন, তার ৩১ তম শুভ জম্মদিন। রাজনৈতিক জীবনে তিনি একজন আর্দশ, ন্যায়-নীতি, কর্মীবান্ধব ও কচুয়ার গনমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী জননেতা ড. আ ন ম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলাদল কমিটির সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর বিশ্বস্ত, রাজপথের তূখোড় সাবেক ছাত্রনেতা, রাজপথের বলিষ্ট প্রতিবাদী কন্ঠস্বর, ২ নং পাথৈর ইউনিয়নের সাবেক ওয়ার্ড ছাত্রদলের সফল সভাপতি, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, যুগ্ন সাধারন সম্পাদক- উপজেলা শাখা সংগ্রামীদলের যুগ্ন সাধারন সম্পাদক ও এছাড়া সামাজিক সংগঠন-পদুয়া হিলফুল ফুজুল মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের কাজে জড়িত আছেন । এদিকে, উপজেলা জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীগন শুভ জম্মদিনের শুভেচ্ছা ও বিভিন্ন বার্তায় “সপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরন হোক, দুঃখ গুলো দূরে যাক, সুখে জীবনটা যাক তরে, জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমার জন্য। “এই দিনটা আসে যেন বছর বছর ফিরে, যেন অনেক সপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে, শুভ জম্মদিন”। এভাবেই শুভ জম্মদিনে ভালবেসে সকল নেতা ও কর্মীরা সর্বাধিক মঙ্গল কামনা করেছেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =

এ জাতীয় আরো খবর..