বুধবার রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের পদুয়া গ্রামে,সিদ্দিকুর রহমানে ঘরে বিদ্যুৎ সর্টসার্কিটে, এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। স্হানিয়রা জানান বুধবার পদুয়া গ্রামের সিদ্দীকুর রহমানের ঘরে আগুন লাগে, আগুন লাগার পর চিৎকারের আওয়াজ শুনে,আশেপাশে ছড়িয়ে পরে,অগ্নিকান্ডে বসত ঘর পুরে ছাই, আশে পাশের লোক জন আসতে আসতে ঘরে আসবাব পত্র, নগদ টাকা সহ বিভিন্ন মালামাল পুরে,প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এলাকা বাসী জানান এই পরিবারটি এখন সব হারিয়ে নিঃশ্ব হয়ে গিয়েছে,স্হানীয় বৃত্তবান ও স্হানীয়, চেয়ারম্যান মেম্বারসহ প্রশাসনের লোকজনকে, আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার আহব্বন জানান ক্ষতিগ্রস্হ পরিবারের লোকজন।
Leave a Reply