চাঁদপুরের কচুয়া উপজেলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কচুয়ার উন্নয়নের রুপকার জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের আগমন উপলক্ষে,২নং পাথৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃআলাউদ্দিন লিটন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্যানেল চেয়ারম্যান ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,কচুয়া থানা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা,২নং পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন লিটন,সিনিয়র সহসভাপতি নুরুল আমিন খোকা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃফারুক হোসেন,থানা ছাত্রলীগের জয়েন সেক্রেটারি ইব্রাহিম ভূইয়া অভি,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি (৭নং ওয়ার্ড)মোঃমাসুদ রানা,বারৈয়ারা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃরেনু মিয়া পাটোয়ারী,সেক্রেটারি মোঃতাজুল ইসলাম সরকার,মোঃছাদেক আহম্মেদ মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতারা বক্তব্যে বলেন কচুয়ার জননেতা যাকে ভালো মনে করেন,তাকেই নৌকা প্রতীক উপহার দিবেন,যাকেই নৌকার প্রতীক দেন আমরা তারই নির্বাচন করবো,তবে আমরা আপনার নিকট আশাবাদী আপনি কচুয়ার নয়নেরমনি,আপনি যোগ্য প্রার্থী দেখেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সঠিক ও যোগ্য ব্যক্তিকেই নৌকা মনোনয়ন প্রদান করবেন।
তাই আমরা ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে যোগ্য প্রার্থী হিসেবে আলাউদ্দিন লিটন ভাইকে নৌকা মনোনয়নের জন্য আপনার নিকট প্রত্যাশা করছি। নেতারা বলেন কচুয়ার মাটিতে আপনি আছেন,আপনিই ভবিষ্যৎতে থাকবেন,আগামী পথচলার অঙ্গীকার আপনিই করবেন এটাই আমাদের ধীর বিশ্বাস।আপনাকে ছাড়া কচুয়া শূন্য,কচুয়ার মাটিতে বিকল্প কোন পথ নেই।
Leave a Reply