০১লা জুন চাঁদপুরের কচুয়া উপজেলা প্রবেশপথ বারৈয়ারা বাজার থেকে ৪০০শত ফুট পূর্বে,হাটমুড়া বাঁকানো রাস্তায়, মাগুরা থেকে কচুয়ায় যাওয়ার পথে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ট্রাকচালক জামাল, আনুমানিক বয়স (৪০)।
আহত ট্রাকচালকের হেলফার রিপন জানান-আমাদের ট্রাকটি মাগুরা থেকে কলা বুঝাই করে,আমরা কচুয়া যাচ্ছিলাম,এ সময় পূর্ব দিক থেকে একটি ট্রাক এসে মুখোমুখি ধাক্কা লেগে যায়। ট্রাকেটির সাথে মুখোমুখি ধাক্কা লেগে,আমাদের চালকের পায়ের নিচের অংশ অনেকটাই কেটে যায়,তার চিকিৎসার জন্য দ্রুত করে একটি কমিউনিটি ক্লিনিকে ভর্তি করি,বর্তমানে ট্রাকচালক জামাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত ট্রাকচালক জামালের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ও জানাযায়,চালকের হেলফার রিপনের কাছ থেকে। তবে তিনি বলেন আমাদের পণ্যবুঝাই ট্রাকটি বাঁচানো চেষ্টা করলে,তা ও বাঁচাতে পারিনি,এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল। তিনি আরোও বলেন বাঁকানো রাস্তার মাথায় কোন সংকেত বা কোন ফ্লাগার্ড না থাকায়,বাঁকানো রাস্তাটির চিহ্নিত করতে সমস্যা দেখা দেন। তাই স্হানীয় প্রশাসনের নিকট জোড়ালো দাবী জানাচ্ছি, কচুয়ায় প্রবেশ পথে যতগুলো বাঁকানো রাস্তা,অথবা বাইপাস রাস্তা দেওয়া আছে,প্রত্যেকটির সামনে যেন দ্রুত,ফ্লাগার্ডব বা চিহ্নিত সংকেত দেওয়া হয়। এলাকার স্হানীয় লোকজন বলছেন,বাঁকানো রাস্তা গুলোতে, সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্হা নেওয়ার জন্য প্রশাসন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নিকট জোড়ালো ভাবে প্রদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এলাকার স্হানীয় লোকজন বলেন না হয়,প্রতিনিয়ত হারাতে হবে আমার আপনার জীবন,অথবা ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে বলে জানান।
Leave a Reply