কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিলাস্তান গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সুমন বকসীর বসত ঘরে চুরি সংঘটিত হয়। সরজমিনে গিয়ে জানা যায়, গতকাল যুবলীগ নেতা সুমন বকসী ডাঃ দেখাতে ঢাকা চলে যায় এবং তার স্ত্রী ননসের বাড়ি বেড়াতে গেলে বুধবার রাতে ঘর ফাকা পেয়ে চোরচক্র ঘরের দরজার ছিকলের আংটা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারীতে থাকা নগদ টাকা, স্বর্ন অলংকার, মোবাইলসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সুমন বকসী ঢাকা থেকে বাড়িতে এসে ঘরে দরজার আংটা খোলা দেখে এবং ঘরে প্রবেশ করে মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply