ইন্জিনিয়ার মো. জসিম উদ্দীন প্রধান শোক বার্তায় বলেন,ঢাকা-১৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আসলামুল হক আজ ৪ঠা এপ্রিল হার্ট স্টোক করে ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউন)। সংসদ সদস্য হিসেবে তিনি তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে অগ্রনী ভূঁমিকা রেখেছেন। যেকোন প্রাকৃতিক দূর্যোগ এবং ক্রান্তিকালে সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থেকেছেন।
তাঁর এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে যা পূরন হবার নয় । দেশ এক দেশপ্রেমিক, মেধাবী সন্তানকে হারালো ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারালেন তাঁর এক বিশ্বস্ত সহযোদ্ধাকে। মৃত্যুকালে তিনি বহু গুনগ্রাহী রেখে যান। সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেধনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে।
Leave a Reply