মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ পুলিশ আত্রাই থানা আনন্দ উদযাপন, উন্নয়নশীল দেশ হওয়ার মাইল ফলক উদযাপন করবে বাংলাদেশ পুলিশ।

রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষনে ও দুর্দান্ত এক অজন। বাংলাদেশ পুলিশ এই মাইল ফলক উদযাপন করবে বলে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)ড. বেনজীর আহম্মেদ বিপিএম(বার)। এরই ধারাবাহিকতায়(৭ ই মার্চ) রোববার বিকাল ৩টায় সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাই থানা পুলিশ আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়ন শীল দেশে উত্তোরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল নওগাঁ মোঃ আবু সাঈদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জানবক্স, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই মোল্লা আজাদ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মাহবুব আলম দুলু প্রমূখ। প্রধান অতিথি বলেন,‘গত ২৬ ফেব্রুয়ারী বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশের ঘোষনা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি(ইউএনসিডিপি) স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বাংলাদেশের এ অজন এক ঐতিহাসিক মাইল ফলক।’ তিনি আরো বলেন,‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সন্মিলিত প্রয়াসের ফলে অর্জন। আমাদের এ অর্জন। তাই প্রধানমন্ত্রীসহ এদেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানাই। আজ এ ঐতিহাসিক অর্জনকে আত্রাইবাসী তথা দেশবাসীর সাথে সন্মিলিতভাবে কভিট-১৯ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে উদযাপন করতে পেরে বাংলাদেশ পুলিশ আত্রাই থানার পক্ষ থেকে আত্রাই বাসীর নিকট কৃতজ্ঞ প্রকাশ করছি। অনুষ্ঠান সঞ্চালনা করেন তদন্ত ওসি আত্রাই থানা মোঃ মোজাম্মেল হক কাজী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =

এ জাতীয় আরো খবর..