মোংলাকে তোমরা যেমন পেয়েছো, তার চেয়ে একটু সুন্দর রেখে যাওয়ার চেষ্টা করো’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে মোংলা স্টুডেন্টস ক্যাটারস এর পথচলা।
হাঁটি হাঁটি পা পা করে ৬ বছর পেরিয়ে ৭ বছরে পা দিয়েছে মোংলার জনপ্রিয় সেবামূলক সংগঠন ‘মোংলা স্টুডেন্টস ক্যাটারস’। শুরু থেকেই অসহায় মানুষের পাশে এ সংগঠন- স্বাস্থ্য সেবা, বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, জাতীয় দিবস পালন সহ সব জায়গাতেই পদচারণা এ জনপ্রিয় সেবামূলক সংগঠনের। এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। বাঙালির হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে, গোলামীর জিম্মি ভেঙ্গে স্বাধীনতার লাল সূর্যের রঙের সাথে মিশে আছে ত্রিশ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা বোনের সম্ভ্রমহানীর বেদনা, বিপুল সম্পদ ক্ষতির মাশুল। এবার স্বাধীনতার অর্জনের ৪৯ বছর শেষ করে বিনম্র চিত্তে বীর শহীদদের স্মরণ করছি আমরা। মহান স্বাধীনতা অর্জনের ৫০ তম বছরে আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। কেক কাটা, স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে এ সংগঠন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সহযোগি হিসেবে পাশে থাকে পি.ডি.এম. ফাউন্ডেশন।
Leave a Reply