খুলনার কয়রা উপজেলা, কয়রা সদরের ২নং কয়রা গ্রামের কাশিরখাল ধরের ইটের সলিং রাস্তার খুবি নাজুক অবস্থায় পড়ে আছে।প্রতিদিন ছোটো, ছোটো স্কুল শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করে।
ঐ এলাকার কয়েক জন বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের এই ইটের সলিং রাস্তা টা বহুদিন যাবত খারাপ হয়ে পড়ে আছে।
সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় দুই কিলোমিটার রাস্তাটার ইট ওঠে চলে গিয়েছে কয়েক জায়গায় ইট নেই।
স্থানীয়রা দাবি করেন আমাদের ছোটো, ছেলে, মেয়েরা প্রতিদিন স্কুলে যায় এ-ই রাস্তা দিয়ে এবং এখন বর্ষা মৌসুম যদি তাড়াতাড়ি এ-ই রাস্তা টি সংস্কার না করা হয় তাহলে যাতায়াতে একেবারেই অনুপযোগী হয়ে উঠবে।
এবিষয়ে কথা বলেছিলাম অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু হুরাইরা খোকনের সাথে তিনি বলেন খুব শীগ্রই রাস্তা টি সংস্কার করার জন্য উর্দুতন কতৃপক্ষকে জানিয়েছি যথাসময়ে সংস্কার কাজ শুরু করা হবে।
Leave a Reply