বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ মিলনায়তনে ২২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সাংবাদিক ক্লাব, আমতলী’র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সাংবাদিক ক্লাব আমতলীর সভাপতি দেওয়ান মস্তফা কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. এম. এ কাদের মিয়া, আমতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ নুরুল ইসলাম, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, আমতলী সরকারি কলেজ অবসর প্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আকন, বিশিষ্ট ব্যবসায়ী ডা. গাজী রফিকুল ইসলাম, আমতলী সরকারি কলেজের অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, আমতলী রিপোর্টাস ইউনিটির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামানমিরাজ, সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা প্রমূখসহ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবীদ, এনজিও কর্মি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাংবাদিক ক্লাবের সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, আমতলী তথা সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত মানুষের কথা তুলে ধরেও সকল অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে লেখার জন্য আহবান জানান।
Leave a Reply