আমতলী উপজেলা ৩ নং আঠারো গাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তালুকদার বংশধর আল্লাহর কোরআন নিয়ে শপথ করলেন।
১৭ মার্চ রোজ বুধবার রাত ৮ ঘটিকার সময় ২৬ নং গেরাবুনিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় স্কুল মাঠে তালুকদার বংশধর বলেন আমরা তালুকদার বংশধর ঐক্য বদ্ধ হয়ে আঠারো গাছিয়া ইউনিয়নের জনসাধারণের দোয়া, আল্লাহর রহমতে নির্বাচনে জয় লাভ করবো। বংশধর বলেন আমরা নৌকা না পেলে ও বৈঠা নিয়ে ১১ এপ্রিল জয়যুক্ত হবো সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক তালুকদারের বংশধর। সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক তালুকদার বলেন আমি নৌকা প্রতিক পাইনি তাতে আমার কোন কষ্ট নেই, কারণ আমি বীর মুক্তিযোদ্ধা এই দেশের মাটি মানুষের জন্য যা করেছি এই পেপারস গুলো আমার আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনা এর কার্যালয় পাঠানো হয়নি। এই স্বাধীন বাংলাদেশের দেশ নেত্রী শেখ হাসিনা তিনি যদি দেখতেন তাহলে আমাকে অবশ্যই নৌকা প্রতীক দিতেন। আরো বলেন নৌকা না পেলেও আমি জনগণের ভালোবাসায় জনগণের ভোটের মাধ্যমে বৈঠা নিয়ে জয় যুক্ত হবো তিনি আরো বলেন, চেতনার অনুর্বর ভূমিতে জন্ম নেয়া ফলবান বৃক্ষ তুমি। মহা কালের সোনার তরী তোমার দেয়া ফলে ফসলে ভরা।গোটা জাতি মুখরিত’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Leave a Reply